১০ই জুন ২০২৫ (রাত ৯টা ৩০ মিনিট)
কলকাতায় বর্ষা ঢুকবে ১৪ই জুন। বৃষ্টিতে ভিজবে সারা বাংলা। প্রবল ভ্যাপসা গরমের হবে কি অবসান?
নিজস্ব সংবাদদাতা: অবশেষে বহু প্রতীক্ষার পর ফের সক্রিয় হয়ে উঠতে চলেছে, মৌসুমী বায়ু। ১১ই জুন থেকে মৌসুমী বায়ু সক্রিয় হবে এবং ১৪ থেকে ১৫ই জুন এর মধ্যে ভারতের একটি বড় অংশ কভার করে নেবে বর্ষা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি গভীর নিম্নচাপের হাত ধরে মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু অতি গভীর নিম্নচাপটি সুন্দরবনে আঘাত হানলেও আঘাত হেনে চলে গিয়েছিল উত্তর-পূর্ব ভারতের দিকে, যার জন্য বর্ষা ঢুকব ঢুকব করেও থমকে গেছে বাংলাদেশের উপর। অন্যদিকে ওই গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর ঢোকাতে না পারলেও উত্তরবঙ্গে স্বাভাবিক এর আগে বর্ষা প্রবেশ করে গেছে। কিন্তু বর্তমানে বর্ষা সামগ্রিকভাবে দুর্বল হয়ে পড়ায় উত্তরবঙ্গেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে তবে পরিস্থিতি বদলাবে শীঘ্রই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যা ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশে প্রবেশ করবে। ঘূর্ণাবর্তটি অন্ধ্রপ্রদেশে প্রবেশ করার জন্য নিম্নচাপ অক্ষ রেখাকে সক্রিয় করে দেবে দক্ষিণবঙ্গে। যার জন্য ১৪ ই জুনের আশেপাশে পশ্চিম বঙ্গের সমগ্র অঞ্চলে বর্ষা প্রবেশ করে যাবে। বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হবার কারণে আগামী ৪৮ ঘন্টা থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে দক্ষিণবঙ্গে এবং প্রাক বর্ষার পরিবেশ সক্রিয় হয়ে উঠবে, যার জন্য আগামী ৭২ ঘণ্টায় বিক্ষিপ্ত থেকে কিছু কিছু সময় বিস্তৃতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের তীব্রতা ও বাড়বে ১১ থেকে ১৪ই জুনের মধ্যে প্রাক বর্ষা ও বর্ষা মিলিতভাবে দক্ষিণবঙ্গে একটি বৃষ্টি বলয় সক্রিয় করছে যা আজ থেকেই প্রভাব রাখতে শুরু করে দিয়েছে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত বাড়বে কলকাতা হাওড়া দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এইসব জায়গাগুলোতে। এবং তারপর সমগ্র দক্ষিণবঙ্গেই বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে ১৩ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে এবং বর্ষা সক্রিয় হবে। ১৪ই জুনের মধ্যে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্রের বর্ষা ঢুকে যাবে স্বাভাবিকভাবে কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় হলো ১১ থেকে ১৪ ই জুন পর্যন্ত সময়সীমার মধ্যে বর্ষা ১৪ই জুন প্রবেশ করবে অর্থাৎ বর্ষা স্বাভাবিক সময় প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। বর্তমান সাইনআপটিক পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। স্বাভাবিক মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা গুজরাট থেকে মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী তিন দিনে কলকাতার আবহাওয়া যদি বলা যায়, আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা ও কোন কোন সময় সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
0 Comments:
Post a Comment